ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে নিহত হয়েছেন এক নারী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ওই নারীর নাম রেহানা বেগম (৪২)। তিনি আলগা পাড়া গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক মো. আলমগীরের স্ত্রী। নিহত রেহানা এক ছেলে ও এক মেয়ের মা।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন বলেন, দুপুরে বৃষ্টির সময় ওই নারী বাড়ির পাশে গরু এনে গোহাল ঘরে রাখার জন্য বের হন। ওই সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম