কক্সবাজারের টেকনাফে জামতলী ক্যাম্প এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. কালা বুদ্দা (৩৪) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন হোয়াইক্যং ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ১৫ ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা বেদু মিয়ার ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) মো. বিল্লাহ উদ্দিন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ জামতলী রোহিঙ্গা ১৫-ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা উখিয়া থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বিডি প্রতিদিন/এএ