কুড়িগ্রাম জেলা শহরের কারখানায় কর্মরত শ্রমিক কলেজছাত্র মাঈদুল ইসলাম বাপ্পি (২০) হত্যাকাণ্ডে একমাত্র অভিযুক্ত শ্রমিক খোকন ইসলাম (২৭) আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
সূত্র জানায়, গত শুক্রবার খোকনের ছোট ভাই রিপনের কাছ থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ তার ছোট ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। অভিযুক্ত খোকনের কাছে এ খবর পৌঁছালে তিনি রবিবার আদালতে আত্মসমর্পণ করতে আসেন।
এর আগে গত ৩০ মে বিকালে জেলা শহরের পুরাতন রেলস্টেশন এলাকায় একটি বিড়ি কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে একই কারখানার শ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। পরে এ ঘটনায় নিহত বাপ্পির মা বাদী হয়ে খোকনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল