বরিশালের গৌরনদীতে গাছ থেকে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু গেছেন। সোমবার দুপুর ২টার দিকে গৌরনদী পৌরসভার দিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন হাওলাদার গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আবু কালাম বেপারী জানান, পৌরসভার দিয়াশুর এলাকার গাছ ব্যবসায়ী রমিজ প্যাদা সম্প্রতি একই এলাকার রুহুল আমিন হাওলাদারের বাড়ির কয়েকটি গাছ কেনেন। ক্রেতা রমিজ প্যাদা গাছ কাটার ৫ জন শ্রমিক নিয়ে সোমবার সকাল থেকে রুহুল আমিন হাওলাদারের বাড়ির গাছ কাটছিলো। দুপুর ২টার দিকে গাছের ডাল কাটার সময় শাহিন হাওলাদার গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানা ওসি মো. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম