টাঙ্গাইলের সখীপুরে আসন্ন দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারের শেষ দিন সোমবার মধ্যরাত। প্রচার-প্রচারণার শেষ বেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের মোটরসাইকেল শোডাউন ছিল উৎসবমুখর। আগামী বুধবার উপজেলার গজারিয়া ইউনিয়ন ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরেজমিন দেখা যায়, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে একমাত্র স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন (আনারস প্রতীক) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় তিনশত মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা নিয়ে বিশাল শোডাউন করেন। ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনসার আলী আসিফও (নৌকা) প্রচার-প্রচারণা চালিয়েছেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার (চশমা), মো. বাদল মিয়া (মোটরসাইকেল), জাকির হোসেন (অটোরিকশা), হাফিজ উদ্দিন (ঘোড়া), রেজাউল করিম (আনারস) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচার-প্রচারণা করেছেন। এছাড়া ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির আ. লতিফও (আম) নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়নে ১৩২২৪ জন ভোটার। দাড়িয়াপুর ইউনিয়নে ১৮৫৮৯ জন ভোটার।
নির্বাচন নিয়ে গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূরজ্জামান তালুকদার বলেন, আমার কাছে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। এদিকে, দাড়িয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন বলেন, আমার কাছে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, সখীপুরের দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সোমবার রাত ১২টার পর প্রচার-প্রচারণা শেষ।
বিডি প্রতিদিন/এমআই