নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্যা ওরফে পটু (৫০) খুন হয়েছেন। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের নুর জালাল ওরফে বকু মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, নিহত রেজাউল মোল্যার সম্পর্কে আপন চাচাতো ভাইয়ের ছেলে ভাতিজা ইজাজুল মোল্যার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে চলমান একটি দেওয়ানী মামলার রায় সোমবার আদালতে ঘোষিত হয়। রায়ের আদেশ ইজাজুল মোল্যার বিপক্ষে গেলে আদালত চত্বরেই এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বাড়িতে আসার পর বিকালে উপজেলার তালবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ায় রেজাউল মোল্যাদের বাড়ির সামনে উভয়পক্ষের মধ্যে নতুন করে আবারও বাকবিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা ইজাজুল মোল্যা,ইকরাজুল মোল্যা ও ছাব্বির মোল্যা এবং তাদের ফুফাতো ভাই আলিমুল ও হাকিমুল প্রতিপক্ষ চাচা রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রেজাউলের অন্য দুই ভাই অসি মোল্যা ও কচি মোল্যা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে।
এসময় রেজাউল মোল্যাকে স্থানীয় লোকজন উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। অপরাধীদেরকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম