নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে নিজ ঘরে মমতাজ বেগম নামে এক ব্যবসায়ীর স্ত্রীকে নিমর্মভাবে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রথমে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। পরে শ্বাসরোধে হত্যায় ব্যর্থ হয়ে সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়।
গতকাল রবিবার দুপুরে ফতুল্লার পূর্বগোপাল নগর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের হামলায় আহত ওই নারী ব্যবসায়ী আলাউদ্দিন বেপারীর স্ত্রী ।
আজ সোমবার বিকালে এ বিষয়ে ফতুল্লা থানায় বাদী অভিযোগ দায়ের করেছেন, ব্যবাসায়ী আলাউদ্দিন। হামলায় আহত মমতাজ বেগম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার দুপুর আড়াইটার মাহবুব নামে এক যুবকের সঙ্গে ৬/৭ জন লোক আলাউদ্দিন বেপারীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী মমতাজ বেগমকে মারধর করে জখম করেন। এরপর ব্যবসায়ীক কাজে বাসায় রাখা ১২লাখ ৫০হাজার টাকা ও ৫লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয় তারা। তারপর মমতাজ বেগমকে শ্বাস রোধে হত্যার চেষ্টা চালায় এতে ব্যর্থ হয়ে সিলিন্ডারের গ্যাস ছেড়ে মমতাজ বেগমকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তার ছেলে এসে পড়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল