পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১১ পয়েন্ট ৮২ সে.মি। গত ২৪ ঘন্টায় ১৭ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১.৫৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের ফসল তলিয়ে গেছে। এছাড়াও যমুনার অরক্ষিত অঞ্চল শাহজাদপুর, এনায়েত ও চৌহালীতে ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটাসহ ফসলী জমি। নিঃস্ব হয়ে পড়ছে ভাঙ্গনের শিকার মানুষগুলো। ভাঙ্গনের হুমকিতে থাকা নদী তীরবর্তী জনবসতিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। এছাড়াও যমুনার পাশাপাশি আভ্যন্তরীন ফুলজোড়, করতোয়া, বড়াল ও ইছামতি নদীতেও পানি বাড়ছে। এতে করে চলনবিল অধ্যুষিত নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, আরো তিন চারদিন পানি বাড়ছে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
বিডি প্রতিদিন/এএম