কিশোরগঞ্জের ইটনায় নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।
নিখোঁজ তিনজন হলেন- তাড়াইল উপজেলার দামিহা এলাকার মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলা সদর থেকে ৪ জনের একটি ডুবুরীদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে কারও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু করা হবে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, নৌকাটিতে ৫ জন লোক ছিল, তাদের মধ্যে ২ জন সাঁতরে একটি মাছ ধরার নৌকায় উঠতে সক্ষম হন। তারা হলেন তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের থানাহাটি এলাকার রেনু মিয়ার ছেলে ওয়াসিম ও একই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে নিজামুল হক। অপর তিনজন নিখোঁজ রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম