জায়গা সম্পত্তির লোভে চা দোকানী জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, দীঘিনালার মেরুং ইউনিয়ন হাজাছড়া পাড়ায় নিহত জাহাঙ্গীরের স্ত্রী খাদিজা আক্তারের নামে জায়গা কেনা হয়। এরপর পাশে অভিযুক্ত পারভেজ আলমের জায়গা ছিল। জাহাঙ্গীরকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করে সব সম্পত্তি দখলের লোভে পারভেজ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে পারভেজ।
গত শুক্রবার সকালে দীঘিনালার মেরুং হাজাছড়া পাড়ায় রাস্তার পাশ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজনভাবে আটকের পর পারভেজের স্বীকারোক্তিতে গোবরের স্তুপ থেকে জাহাঙ্গীরের মাথা পাওয়া যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ