লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চলে সর্তকতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ৫২.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে (স্বাভাবিক ৫২.৬০) যা বিপদসীমার ১০ সেন্টিমিটার বেশি।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উজানে ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আরো বাড়বে, তাই চরাঞ্চলে সর্তকতা জারি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইতোমধ্যে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি বিপদসীমার কাছাকাছি এবং বিকেল ৩টায় বিপদসীমা দিয়ে প্রবাহিত হয়েছে। তবে রাত ১০টা নাগাদ ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে তিস্তা ও ধরলা নদীর পাশাপাশি জেলার অন্যান্য নদী ও ডোবায় পানি বৃদ্ধি পেয়েছে। এতে ক্রমেই বাড়ছে দুর্ভোগ।
বিডিপ্রতিদিন/কবিরুল