ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের ভ্রাতৃবধূ (ছোট ভাইয়ের স্ত্রী ) বিষপানের ৯ দিন পর মারা গেছেন। সোহানা বেগম (২৫) নামে এই গৃহবধূ মেয়রের ছোট ভাই জাপান মোল্লা স্ত্রী ছিলেন। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কুসুমদী গ্রামে স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়।
সূত্র জানায়, গত মঙ্গলবার (৭ জুন) রাতে উপজেলার কুসুমদী এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয়ে ক্ষোভের জেরে বিষপান করেন গৃহবধূ সোহানা। তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। পরে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, আমি প্রথমে ঘটনাটি জানতাম না। পরে জানতে পারি আমার ভাইয়ের সাথে ভ্রাতৃবধূর ফোনে একটু রাগারাগি হয়। এর জেরে সে নাকি বিষপান করেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল