নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল (৫৮) ও ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন (৪২)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই