নালিতাবাড়ী পয়েন্টে ভোগাই নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার রাতে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা প্রবল বর্ষণে নদী দুটিতে ঢল নেমেছে।
শুক্রবার সকাল ৯টার পর থেকে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের নিচপাড়া দেড় কিলোমিটার এলাকার মধ্যে চারটি ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও নালিতাবাড়ী বাজার এলাকায় নদীর পাড় উপচে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নালিতাবাড়ী ইউনিয়নের ও পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
শহরের ২ নম্বর ওয়ার্ডে গড়কান্দা এলাকায় দুটি ভাঙন দেখা দিয়েছে। নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙা গ্রামের নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবল স্রোতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নিচপাড়া এলাকার জাকারিয়া হোসেন (৫৫) বলেন, বর্ষা এখনো শুরু হয়নি। এর মধ্যে একদিনের বৃষ্টিতেই এই অবস্থা। সামনের দিনে কী হবে আল্লাহই জানেন।
ভোগাই ও চেলালাখালী ভাঙন কবলিত এলাকা দেখতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যান এসেছিলেন। তারা সবাই ভেঙে যাওয়া নদীর বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।
বিডি প্রতিদিন/এমআই