মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছয়টি শিকারি পাখি ও পাখি শিকারের নানান ফাঁদ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এক অভিযানে উপজেলার লামুয়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
অভিযানে সহায়তা করে র্যাব-৯ ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান ফর আওয়ার এনডেঞ্জার ওয়াইল্ডলাইফ সদস্যরা।
বন বিভাগ জানায়, ওই গ্রামের হারিস আলীর বাড়ী থেকে ২টি খোঁড়া, ৩টি ঘুঘু, ও ১টি শিকারি মোরগ উদ্ধার করা হয়। এসময় শিকারের কাজে ব্যবহৃত ১০টি খোঁড়া ও বন মোরগের ফাঁদ, ২টি গুলতি, ৭টি পাখি ধরার জাল, ৫টি খাঁচা ও বেশ কিছু সজারুর কাঁটা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে উপস্থিতি ছিলেন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, র্যাব-৯ ডিএডি গোলাম সারোয়ার এবং স্ট্যান ফর আওয়ার এনডেঞ্জার ওয়াইল্ডলাইফ সদস্য সোহেল শ্যাম ও অদ্রি বর্মন।
রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, উদ্ধার করা প্রাণী গুলো লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে রাখা হয়েছে। শিকারি হারিস আলীকে ধরা যায়নি। তবে তার বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল