টাঙ্গাইলের সখীপুরে সরকারি আদেশ অমান্য করায় মো. নজরুল ইসলাম (৪২) নামে এক দোকানিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামতলা এলাকার ওই দোকানদারকে কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় ৭১০ কেজি নিষিদ্ধ গোখাদ্য উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার আ. গনি মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুন পৌরসভার জামতলা এলাকায় অবৈধ গোখাদ্য (পরিত্যক্ত তুলা) বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি তুলার গোডাউন সিলগালা করা হয়। রাতের আধারে সেই সিলগালা করা গোডাউন থেকে কিছু তুলা বের করে অন্যত্র সরিয়ে ফেলে ওই দোকানদার। এ খবর শুনে সরকারি আদেশ অমান্য করার অপরাধে নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রিট ফারজানা আলম বলেন, সরকারি আদেশ অমান্য করায় এক গোখাদ্য ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই