শেরপুরের দুই উপজেলা থেকে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শেরপুরের নালিতাবড়ীতে থেকে (র্যাব-১৪) ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (৩৫) নামে একজন ও শ্রীবরর্দীতে (পুলিশ)৪০ পিছ ইয়াবাসহ শিমুল (২০) এবং ১০০ গ্রাম গাঁজাসহ সালমান নামে মোট তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬জুন) রাতে র্যাব-১৪ এর জামালপুর কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ এর নেতৃত্বে নালিতাবাড়ীর বাইপাস মোড়ে ফেন্সিডিলসহ আনোয়ার হোসেনকে প্রেফতার করে। আনোয়ার হোসেন ওই উপজেলার পানিহাটা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অপর দিকে শেরপুরের শ্রীবরদীতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্ত্বে বৃহস্পতিবার রাতের পৃথক অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। শিমুল ওই উপজেলার ঝিনিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও সালমান ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে প্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল