আটদিন পেরিয়ে গেলেও শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার (৫২) কোনো সন্ধান পাওয়া যায়নি। ইব্রাহিমকে তার পরিবার গত আট দিনে ধরে নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ইব্রাহিমের নিখোঁজের খবর এখনো তার অসুস্থ মাকে জানানো হয়নি। ইব্রাহিম উপজেলার বালুঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং স্থানীয় বাজারের ব্যবসায়ী। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ইব্রাহিমের পরিবার ও এলাকাবাসী জানায়, ইব্রাহিমের সঙ্গে আড়াই বছর আগে পার্শ্ববর্তী নকলা উপজেলার ধনাকুশা গ্রামের আম্বিয়ার বিয়ে হয়। তাদের ঘরে ২ বছরবয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ইব্রাহিমের মা গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে গত বৃহস্পতিবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ির কাছে ভোগাইনদীতে একাই মাঝিহীন রশিটানা নৌকায় পার হচ্ছিলেন তিনি। এ সময় খরস্রোতা নদী ভোগাইয়ে ছিল পাহাড়ি ঢলের প্রবল স্রোত। হঠাৎ নৌকার রশি ছিরে ডুবে যায় নৌকা। পানিতে তলিয়ে যায় ইব্রাহিম। এরপর থেকেই সে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। খবর পেয়ে নালিতাবাড়ী ও নকলা থানার পুলিশ, ইব্রাহিমের পরিবার এবং ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারের জন্য জামালপুরের ডুবুরি ইউনিট নদীতে প্রায় এক ঘন্টা উদ্ধার অভিযান চালায়। এতেও সন্ধান মেলেনি ইব্রাহিমের। ভোগাইনদীতে পাহাড়ি ঢলের প্রবলস্রোত থাকায় ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, শাশুড়ি মা হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। আমাকে নিয়ে যাওয়ার জন্যই আমার স্বামী আসছিলেন। পথে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হয়েছেন। বেঁচে থাকতে শেষ দেখাটুকু দেখবার পাইলামনা। এখন যদি লাশটুকুও না পাই, তাইলে নিজের মনরে কেমনে সান্ত¦না দিমু।
পিতা ইয়াকুব আলী বলেন, আমার ছেলে আটদিন ধরে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছে। এখনো লাশটা খুঁজে পাওয়ার জন্য নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছি। ইব্রাহিমের মা স্ট্রোক জনিত কারনে অসুস্থ, তাকে ছেলের নিখোঁজের সংবাদটা দিতে পারছিনা।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা আব্দুল মালেক জানান, ফায়ার সার্ভিসের টিম প্রবল স্রোত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। তাদের ধারণা স্রোতের কারণে ভাটিতে অনেক দূরে হয়তোবা সন্ধান মিলবে নিখোঁজ ইব্রাহিমের।
বিডি প্রতিদিন/এএ