চাঁদপুরের কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ সালমা বেগম (২৩) ও রাসেল সর্দার (৩৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার খাজুরিয়া এলাকায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাসে তল্লাশি চালিয়ে গাজাসহ তাদের আটক করে।
আটক সালমা বেগম চাঁদপুর বড়স্টেশন রেলওয়ে কলোনির বিল্লাল বেপারীর স্ত্রী। অপরজন রাসেল সর্দার চাঁদপুর পৌর এলাকার মধ্য শ্রীরামদীর আজাহার সর্দারের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে সালমা বেগমের কাছ থেকে ৯ কেজি ও রাসেল সর্দারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই