বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এজন্য এখন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। এই উদ্বোধনের স্বাক্ষী হতে বাগেরহাটসহ খুলনা বিভাগ থেকে ১০ লাখ মানুষ পদ্মাপাড়ে কাঠালবাড়ির সমাবেশে যোগ দেবে। এজন্য খুলনা বিভাগের সকল জেলা উপজেলা ও মহানগরে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন। বাগেরহাটের সকল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃংখল ও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।
শুক্রবার বিকেলে বাগেরহাট সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন সল্পতার কারণে আমরা মাত্র ৫ থেকে ১০ শতাংশ মানুষকে অনুষ্ঠানে হাজির করতে পারবো। যারা অনুষ্ঠানে যেতে পারবেন না তারা নিজ নিজ এলাকায় জেলা, উপজেলা প্রশাসন ও দলীয় আয়োজনে প্লাকাড, ফেস্টুন নিয়ে মিছিল করবে। বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রধানমন্ত্রীর পদ্মাপাড়ের মহাসমাবেশের বক্তব্য শুনবেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও জেলা-উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল