বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে মোটর সাইকেলের ধাক্কায় ছালাম হাওলাদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকেই এই দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হয়। নিহত ছালাম একই উপজেলার ধানডোবা গ্রামের মৃত মিলন হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. বেল্লাল হোসেন জানান, ছালাম হাওলাদার তাঁরাকুপি গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। মহাসড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে সিটকে পড়ে। এতে পথচারী ছালাম এবং মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করলে চিকিৎসক ছালামকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল আরোহী দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিথ মোটর সাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/এএ