নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বায়েলা এলাকায় রফিকুল ইসলাম খান (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক খুনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম খান হলেন ঢাকা জেলার কদমতলী উপজেলার মাতুয়াইল এলাকার মৃত আমানত খানের ছেলে। বর্তমানে রূপগঞ্জের বায়েলার এলাকার বাসিন্দা।
নিহতের মেয়ে সাথী জানান, তার বাবা রফিকুল ইসলাম খান গত ২ বছর আগে তাদের মাকে তালাক দিয়ে রূপালি নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন এবং ঢাকা জেলার কদমতলী উপজেলার মাতুয়াইল এলাকায় নিজের পৈতৃক জায়গা বিক্রি করে রূপগঞ্জে জায়গা কিনে বাড়ি নির্মাণ করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। রূপালি নামে নারীটি তাদের সম্পত্তির জন্য তার বাবাকে কৌশলে বিয়ে করেছিল। তারা তিন ভাই, দুই বোন। বিয়ের পর থেকে রূপালি তাদের সাথে বাবা রফিকুল ইসলাম খানকে যোগাযোগ রাখতে দেননি। হঠাৎ আজ সকালে মুঠোফোনে তাদের কাছে খবর পাঠানো হয়, তাদের বাবা ডাকাতদের হাতে খুন হয়েছেন। আসলে কি ডাকাতের হাতে খুন হয়েছেন, নাকি অন্য কোনো রহস্য? এই প্রশ্ন এখন সবার মধ্যে দেখা দিয়েছে বলে জানান সাথী।
এ ব্যাপারে নিহতের দ্বিতীয় স্ত্রী রূপালি বেগম জানান, রবিবার গভীর রাতে পাঁচজন ডাকাত দল তাদের বাসায় প্রবেশ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে সোনা, টাকা-পয়সা লুট করে নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলাম বাঁধা দিতে গেলে ডাকাতরা ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই