টাঙ্গাইলে যৌনপল্লীতে সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই ) সকাল ১১ টায় শহরের কান্দাপাড়ায় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পতিতালয়ের ৬০০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ, এক কেজি ছোলা, এক কেজি চিনি ও এক কেজি লবণ বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, নারী মুক্তি সংগঠনের সভাপতি আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা