২০২১-২২ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২ মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বোয়ালমারী-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, এম এম মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এবছর উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
বিডি প্রতিদিন/এএম