সুস্থতা নিশ্চিতে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। গাজীপুর সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য নিরাপদ খাবার নিশ্চিতের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পার্শবর্তী এলাকাগুলো কৃষিনির্ভর হওয়ায় অন্যান্য সিটির তুলনায় গাজীপুরে তাজা শাকসবজি ও ফলমূল এর সরবরাহ বেশি। তারপরও মধ্যসত্তভোগীদের প্রভাবে এবং সুষ্ঠু বাজার ব্যবস্থার অভাবে কৃষক সঠিক মূল্য পাচ্ছেন না এবং ক্রেতাগণ সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
এ সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনে দু’টি (২৮ ও ৫৪ নং ওয়ার্ডে) কৃষকের বাজার স্থাপিত হতে যাচ্ছে, যেখানে কৃষক মধ্যস্বত্বভোগীদের অনুপস্থিতিতে সরাসরি তার উৎপাদিত নিরাপদ পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেবেন। কৃষকের বাজারে প্রতি সপ্তাহে একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ পণ্য ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করবেন।
মঙ্গলবার সকালে গাজীপুর শহরের প্রকৌশল ভবন মিলনায়তনে এ্যাম্বেসি অব দি কিংডম অব নেদারল্যান্ডস, গাজীপুর সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘গাজীপুর সিটি কর্পোরেশনে এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপন ’ শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: আব্দুল হান্নান। বক্তব্য রাখেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: নাসিরউদ্দিন মোল্লা, প্যানেল মেয়র মোসা: আয়েশা আক্তার, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: ফিরোজ আল মামুন, প্রধান নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, পরিকল্পনাবিদ সানজিদা হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এস এম উকিল উদ্দিন, জেলা বিপণন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, গাজীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন, গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসিবুল হাসান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাসটেইনেবল এগ্রিকালচার স্পেলালিষ্ট জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ফুড সিটি কো অর্ডিনেটর মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার।
বিডি প্রতিদিন/এএ