গাজীপুরে বজ্রপাতে এক কৃষক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া ব্রিজের পাশে তুরাগ নদীর পাড়ে এ ঘটনায় ঘটে। নিহতের নাম-আব্দুল হাকিম (৫৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন কাউলতিয়া এলাকার মৃত হাশেম আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনপুলিশের (জিএমপি) সদর থানার এস আই আরিফুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে দুই প্রতিবেশিসহ আব্দুল হাকিম বাড়ি থেকে স্থানীয় ভাওয়াল মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথে তারা কাউলতিয়া ব্রিজের উত্তর পাশে তুরাগ নদীর পাড়ে ফাঁকাস্থানে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে হাকিম ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন আহত হন। স্থানীয়রা হতাহতদের হাসপাতালে নিয়ে গেলে হাকিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিডি প্রতিদিন/এএম