গবেষণার মান উন্নয়নে ইনস্টিটিউট বহির্ভূত বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে ব্রির বিজ্ঞানী-কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা বুধবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে শুরু হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।
কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দেন সাবেক সচিব ও ব্রির সাবেক মহাপরিচালক ড. জহুরুল করীম। ব্রির গবেষণা উন্নয়ন এবং অর্জন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: শাহজাহান কবীর। পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মতিউর রহমান। বক্তব্য রাখেন বিএআরসির পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মো: আব্দুস সালাম, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
কর্মশালায় বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুল হামিদ, ড. এম. মোফাজ্জল হোসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. রহিম উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. সৈয়দ নুরুল আলম, কেজিএফ এর প্রতিনিধি ড. আক্কাস উদ্দিন, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আবু বকর ছিদ্দিক, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, বিএআরসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (টিটিএমইউ ইউনিট) ড. সুরাইয়া পারভীন, ব্রির ঊর্ধ্বতন বিজ্ঞানী এবং বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
বুধবার কর্মশালার দ্বিতীয় পর্বে কয়েকটি গ্রুপে কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। কর্মশালার দ্বিতীয় দিন বৃহস্পতিবার কারিগরি সেশনে অংশ নেবেন বিশেষজ্ঞ প্যানেল এবং ব্রি বিজ্ঞানী ও কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এএম