খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন চলাকালে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিকরা ভোট দিচ্ছিল। ভোট শেষ হওয়ার ১৫মিনিট আগে লাইনে দাঁড়ানো শ্রমিক ভোটাররা একসাথে ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইলে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার জ্বালিয়ে, শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় তাদের ১ জন সদস্যও আহত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আজিম জানান, এক সাথে শ্রমিকরা ভোট দিতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আলাউদ্দিন নামে এক শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম