মুজিববর্ষ উপলক্ষ্যে গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরো ৭৪০টি পরিবার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে তাদের ঘর বুঝিয়ে দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন গাজীপুর জেলায় ১ম পর্যায়ে ২৮৫টি ও ২য় পর্যায়ে ২০২টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১ম ও ২য় পর্যায়ে নির্মিত গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে মোট বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ১ হাজার ৩৩০টি। ইতিমধ্যে বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ৩৩০টি গৃহের মধ্যে গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫৪টি গৃহের উদ্বোধন করা হয়েছে। ৩য় পর্যায়ের ২য় ধাপে বৃহস্পতিবার (২১ জুলাই) ৭৪০টি গৃহের উদ্বোধন করা হবে। ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ৩৩০টি গৃহের মধ্যে অবশিষ্ট ৩৩৬টি গৃহের নির্মাণ কাজ চলমান আছে। তিনি আরো জানান, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ২০২টি, কালিয়াকৈরে ১৪০টি, শ্রীপুরে ২০০টি, কালীগঞ্জে ৩৭টি ও কাপাসিয়ায় ১৬১টি। এসব ঘরের মধ্যে কিছুঘর নির্মানাধীন রয়েছে। নির্মানাধীন অবস্থাতেই এসব ঘর হস্তান্তর হচ্ছে যাতে তারা এসব ঘর নির্মাণ কাজ নিজেরা তদারকি করতে পারেন।
প্রেস ব্রিফিংএ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: নাসরীন পারভীন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম