রংপুরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জন বাসযাত্রীকে স্থানীয় ক্লিনিকসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সদর উপজেলার পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় এলাকায়।
নিহত মোটরসাইকেল আরোহী তারাগঞ্জ উপজেলার হারিয়াকুটি ইউনিয়নের মৃত ফজলুল হকের পুত্র হেলাল মিয়া। নিহত অপর বাসযাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রংপুর থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহি বাস বুধবার বিকেলে সদর উপজেলার পাগলাপীর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় বাসটি মোটরসাইকেলের উপর উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ও বাসের এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হীমঘরে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল