কক্সবাজারের টেকনাফে পাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন'র (এপিবিএন) সদস্যরা। উদ্ধারকৃত কিশোররা হল- নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকের হামিদ হোসেনের ছেলে নুর হোসেন (১৫) ও মো. হানিফের ছেলে আবুল কালাম (১৫)।
এ ঘটনায় জড়িত একই ক্যাম্পের রোহিঙ্গা মৃত আনজু মিয়ার ছেলে আব্দুল গফুরকে (৬০) আটক করতে সক্ষম হয়।
বুধবার ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৃথক অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে দুইজন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ভিকটিমদ্বয়কে উদ্ধার করে। পরে তাদের দেখানো মতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের সাথে জড়িত রোহিঙ্গা আব্দুল গফুর(৬০)কে আটক করা হয়। এসময় অপর আসামি রোহিঙ্গা নুর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধার ভিকটিমদ্বয় ও আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম