নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়া নামা বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, প্রায় ৩/৪ দিন পূর্বে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলামত দেখে এমনটাই সন্দেহ করছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়াপাড়া নামাবাজার সংলগ্ন মঙ্গলখালী এলাকার একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বুধবার সকালে সেই দুর্গন্ধ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী মিলে সেই ঘরের দরজা খুললে ভেতরে অজ্ঞাত নারীর বিকৃত লাশ পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর ক্রাইমের জাহিরুল ইসলাম জানান, উপজেলার মুড়াপাড়া নামা বাজার এলাকায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন পূবের্র। তার মুখে ইট দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম