সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এ সময় চিকিৎসা সেবা নিতে আসা জনগণকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
বুধবার ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সদর উপজেলার ইছাগড়ি প্রাইমারি স্কুলে ২৭ জন চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। পরে স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ নারীকে অর্থ সহায়তা দেয় মহিলা দল।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, নাজমুন নাহার বেবী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম