বরগুনার বেতাগীর ঝোপখালী বাজারে বুধবার (২০ জুলাই) দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় দিপক হাওলাদার (৫৫) নামে একজন পান ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত দিপক প্রায় ২৪ বছর ধরে বরজ থেকে পান কিনে ঝোপখালী বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রী করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিপক রাত আনুমানিক ৯টার দিকে দিপক দোকান বন্ধ করে রাস্তা পাড় হবার সময় উত্তর দিক নেয়ামতি থেকে আসা একজন যাত্রীসহ একটি মটর সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। স্হানীয়রা তাকে উদ্বার করে বেতাগী হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনায় নিহত দিপকের পরিবার থেকে কোন অভিযোগ থানায় করা হয়নি। তার বাবার নাম নিরোধ হাওলাদার। বাড়ি বেতাগী ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ