বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এক বৃদ্ধাকে ফিরিয়ে নিয়েছে তার স্বজনরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মাজেদা বেগম মর্জিনাকে (৭০) ফিরিয়ে নেন তার মেয়ের ঘরের নাতনী নিলুফা বেগম (৩৮) এবং নিকটাত্মিয় মমিন গাজী (৫০)। স্বজনদের ফিরে পেয়ে খুশী মাজেদা বেগম।
নাতনী নিলুফা বেগম জানান, তার নানী বিধবা এবং অসহায়-দরিদ্র। তিনি ২ মেয়ে এবং এক পুত্র সন্তানের জননী। মাজেদা বেগম ঢাকায় ভিক্ষা করতেন। তার একমাত্র ছেলে শাহেআলম পেশায় নির্মাণ শ্রমিক। ৬ মাস আগে নানী মাজেদা বেগম হারিয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মাজেদা বেগমকে রাস্তায় ফেলে দেয়ার কাহিনী সঠিক নয় বলে তিনি দাবি করেন তিনি।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বৃদ্ধা মাজেদা বেগমকে নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি পরিবার তাকে খুঁজে পেয়েছেন জেনে খুশি হয়েছেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাটাজোর এলাকার বাংলা লিংক টাওয়ারের কাছে ঢাকা-বারিশাল মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়ে সে। ওই রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হয়ে ওই বৃদ্ধা বলেছিলেন ডাক্তার দেখানোর কথা বলে ছেলে ও ছেলের স্ত্রী পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে এনে ওই মহাসড়কের পাশে ফেলে যায় তাকে।
বিডি প্রতিদিন/নাজমুল