কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে লুঙ্গি ও শরীরে নীল রঙের গেঞ্জি ছিল। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার কালিতলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই হত্যার কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ