"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার"-এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মত ভোলা জেলাতেও ভূমিহীন ও গৃহহীনদেরকে সরকারিভাবে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। জেলার সাত উপজেলায় চলতি ধাপে মোট ১২ হাজার ৯১ জন ভূমিহীন ও গৃহহীন দুই শতাংশ জমিসহ একটি করে 'স্বপ্নের নীড়' পাচ্ছেন। এর আগে ১ হাজার ৫৯২ জনকে ঘর দেয়া হয়েছে। সব মিলিয়ে ভোলা জেলায় মোট ২ হাজার ৮৮৩ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক বুধবার (২০ জুলাই) বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভোলা সদরে ৩২৫ জন, দৌলতখানে ২০১ জন, বোরহানউদ্দিনে ১০০ জন, তজুমদ্দিনে ১৪৫ জন, লালমোহনে ২৯০ জন, চরফ্যাশনে ১৬০ জন এবং মনপুরা উপজেলায় ৭০ জনকে এই ঘর দেয়া হবে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ পর্যায়ে যারা ঘর পাচ্ছেন ইতিমধ্যে তাদের কবুলিয়ত, রেজিস্টেশন এবং নামজারি সম্পন্ন করা হয়েছে। এরপরও কোন ভূমিহীন থাকলে তাদেরকে পরবর্তীতে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ