রাঙামাটিতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুইপ্রু চৌধূরী। এছাড়া রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ডা. বেবী ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুইপ্রু চৌধূরী বলেন, জেলাা পরিষদের সহায়তা পার্বত্যাঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সদস্যরা দুর্গম এলাকাগুলোতে কাজ করছে। তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অপরিকল্পিত গর্ভধারণ রোধে স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশকে দরিদ্র মুক্ত করতে অবশ্যই বাল্যবিবাহ ও অপরিকল্পীত গর্ভধারণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ