রংপুরে বৃষ্টির জন্য তৃতীয় দিনে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের আয়োজনে নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
এতে ইমামতি করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও রংপুর কোট মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম।
এ সময় মোনাজাত করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সভাপতি ও রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়জিদ হোসাইনসহ শত শত মুসল্লি।
এ পরিস্থিতিতে খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় দুই হাত তুলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কাঁদতে থাকেন নামাজে অংশ নেওয়া সাধারণ মানুষজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন