'৮০০ কোটির পৃথিবী, সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত করি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। পরিবার পরিকল্পনা অফিসার মো. ফারুক হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতৈর ইউনিয়ন এবং ইউনিয়নের চেয়াম্যানকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছে। এছাড়া শ্রেষ্ঠ এফডব্লিউএ হয়েছেন ববিতা বিশ্বাস ও আল্পনা রানী রায়, শ্রেষ্ঠ এফপিআই হয়েছেন মো. রানা, শ্রেষ্ঠ স্যাকমো হয়েছেন মো. আব্দুল হালিম এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে শেখর ইউনিয়ন। এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএম