কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়া যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী। তবে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিকলী উপজেলার কুর্শা এলাকায় ঘটনাটি ঘটে।
আকাশের বাড়ি ঢাকার বাড্ডা এলাকায় বলে জানা গেছে। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে ও হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হন। এ বিষয়ে নিকলী থেকে ফোন আসে। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরিদল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হলে পথে আবারও ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী একজনকে মৃত ও দুজনকে জীবিত উদ্ধার করেছে। পরে ডুবুরিদল স্টেশনে ফিরে আসে।
জীবিত উদ্ধার দুজন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন