সমুদ্র উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচীতে মাঠে নেমেছে যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে উপজেলা যুবলীগেরে উদ্যোগে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশে এসব গাছের চারা রোপণ করা হয়। এছাড়া একই সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় পৌর যুবলীগ সহ-সভাপতি শেখ যুবররাজ, যুবলীগ নেতা আল মামুন আজিম, নাছিমুজ্জামান রাতুল, মিজান হাওলাদার, মজিবর হাওলাদার, সোহাগ হাওলাদার, তুহিন, কালামসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে যুবলীগ নেতা কর্মীরা উপজেলার মহিপুর, বালিয়াতলী, ধুলাসারসহ বিভিন্ন উইনিয়নে বৃক্ষরোপণ করে কর্মসূচী পালন করেন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। তাদের এ ধারা অব্যাহত রয়েছে বলে এই যুবলীগ নেতা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন