ফেনীতে সিএনজি অটোরিকশা চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়ার তেমুহনিতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক শাকিল মিঞা দাগনভ। তিনি মাতুভুঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকার সবুজ মিঞার ছেলে। অপরজন হলেন যাত্রী জেসমিন আক্তার। তিনি দাগনভুঞা উপজেলার এয়াকুবপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
আহতরা হলেন - নিহত জেসমিন আক্তারের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) জান্নাতুল আফনান (২০) ও ছেলে তরিকুল ইসলাম (২২) এবং অপর যাত্রী রাজীব দাস।
মহাসড়ক পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়ক উন্নয়ন মেরামত কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় খানাখন্দ রয়েছে। সকালে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি দাগনভুঞা উপজেলা থেকে ফেনীর দিকে আসার সময় খাদে পড়ে যায়। এক র্পযায় পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ ২জনের মৃত্যু হয়। আহত হয় আরও চার জন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল সামাদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাক এবং সিএনজিটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ