ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সজল হোসেন (২২) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সজল পার্শবর্তী বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের সুমন হোসেনের সাথে প্রতিবেশী সজল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র্যাবের একটি অভিযানিক দল সজলকে আটক করে।
তিনি আরও জানান, এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল বিষয়টি স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ