কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতেরদ্রোন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত মো.হুয়ামুন কবীর (৩৫) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে নিহত হন। তিনি রায়খলা গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে।
কটিয়াদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) ফুটবল খেলাকে কেন্দ্র এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জেরে আজ শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন। পরে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ