বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভটভটি উল্টে রায়হান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার তিশিগাড়ী নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটে। নিহত রায়হান নওগাঁর মহাদেবপুরের স্বরসতীপুর এলাকার আলী হাসান এর ছেলে।
দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর রায়হান শুক্রবার সকালে ভটভটি (নছিমন) করে পুরাতন কার্টুন নিয়ে দুপচাঁচিয়ার কাগজের মিলের দিকে যাচ্ছিল। যাবার পথে উপজেলার তিশিগাড়ী নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়কে ভটভটির চাকা ফেটে উল্টে যায়। এতে ঘটনাস্থলে কিশোর রায়হান গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুপচাঁচিয়া থানার এস আই সুজাউদ্দৌলা জানান, ভটভটি উল্টে নিহত হওয়া কিশোর রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল