দিনাজপুরের একটি ফিলিং স্টেশনকে (তেল পাম্প) পরিমাপে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
শুক্রবার দিনাজপুর-দশমাইল মহাসড়কের বাঁশেরহাট সংলগ্ন বিকেএসপি এর সামনের এম. রহমান ফিলিং সেন্টারে (তেল পাম্প) এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, ওই ফিলিং সেন্টারে (তেল পাম্প) প্রতি ৫ লিটারে ২১০ মিলি পেট্রোল ও অকটেন কম এবং ডিজেলে ১৮০ মিলি কম দেয়ার সত্যতা পাওয়া যায়। তাই ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধে এবং দণ্ডবিধি ৪৬ ধারায় ৩০ হাজার টাকা টোকেন জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস ইয়ুথ বাংলাদেশ হাবিপ্রবি শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ইমন।
বিডি প্রতিদিন/হিমেল