পূর্ববিরোধের জেরে প্রাণ গেল ‘পুলিশ মিয়া’ (৭৫) নামের এক বৃদ্ধের। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী পালগাঁও গ্রামের মৃত মইজ উদ্দিন ফকিরের ছেলে। শুক্রবার সকালে খবর পেয়ে বৃদ্ধের ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল সত্যতা নিশ্চিত করে বলেন, পালগাঁও গ্রামের হেলিম পক্ষ ও মোজাম্মেল পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হেলিম পক্ষের সোহেল মিয়া ও মোজাম্মেল পক্ষের মোজাম্মেল, জাহাঙ্গীরদের তর্কবিতর্ক হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাজারের লোকজনের মধ্যস্থতায় সুরাহা হয়। তখন উভয়পক্ষ নিজ নিজ বাড়িতে চলেও যায়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে আবার পালগাঁও এলাকায় দুুটি পক্ষের হাতাহাতি ও মারামারি হয়। এতে সামান্য আহত হন কয়েকজন।
হেলিম পক্ষের মো. রফিক মিয়া (২৪) ও তার মা আমেনা খাতুন (৬৫) আহত হলে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিবদমান দুই পক্ষই পালিয়ে যায়।
এরপর রাত ১০ টার দিকে খাওয়া দাওয়া শেষে একা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পুলিশ মিয়া। অপর একটি ঘরে ছেলে আলম মিয়া ও ছেলের বউ মনি আক্তার ঘুমাতে যান। এরপর শুক্রবার সকালে পার্শ্ববর্তী ঘর থেকে পুত্রবধূ উঠে দেখেন শ্বশুরের ঘরের দরজা চাপানো।
তখন তিনি গিয়ে ঘরে খোঁজ করে দেখেন গলা কাটা ও পিঠের বাম পাজরে কাটা রক্তাক্ত অবস্থায় চৌকির ওপর পড়ে আছেন শ্বশুর। তার ডাক চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা বৃদ্ধকে মৃত দেখে থানায় খবর দেন।
ওসি আরও বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ