মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে আজ শুক্রবার দুপুরে বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। নিহত রামানন্দ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা। মৌসুমী কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে তারা মাগুরায় এসেছিলেন।
স্থানীয়রা জানান, চারজন ব্যক্তি মৌসুমী কৃষি কাজের জন্য মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রামে পাট কাটার কাজ করছিলেন। দুপুর দুইটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে কাটা পাটের ছাউনির নিচে আশ্রয় নেয়। হঠাৎ প্রচণ্ডভাবে বজ্রপাত হলে রামানন্দসহ আরও ৪ জন আহত হন।
তাদের মধ্যে বজ্রপাতে রামানন্দ মারা যান। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, স্থানীয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরায় মর্গে আনা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক