‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঙ্গা নদীর পাড়ে সাতদোহা মহাশ্বশানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান শিখর এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমউল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্য চাষী এনামুল হক রাজা, মৎস্য চাষী চাঁদ আলী প্রমুখ। পরে শ্বশান ঘাটে ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এএ